Model Test
Subject- Physics, Chemistry, Math, Biology
1 / 60
একটি ইলেকট্রন স্থির অবস্থা হতে 2400 Volt/m প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে চললে ত্বরণ কত?
2 / 60
ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটি ?
3 / 60
’’অমরা ‘’কোথায় পাওয়া যায়?
4 / 60
“জীবনের বৈচিত্র্যময়তাকেই জীব-বৈচিত্র বলে” সংজ্ঞাটি কে দিয়েছেন?
5 / 60
ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি------------------
6 / 60
স্ট্রাটোস্ফিয়ার এর বিস্তার কত কিলোমিটার
7 / 60
একটি সুষম দ্রা এবং একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলাে। একই সাথে দ্রাটির মাথা ও ছক্কাটির জোড় সংখ্যা আসার সম্ভাবনা- [DU:11-12; JU 16-17]
8 / 60
কোন স্থানের ভূ-চৌম্বকক্ষেত্রের মান 50 μT । বিনতি 300 হলে ঐ স্থানের ভূ-চৌম্বকক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান কত?
9 / 60
হরমোন , এনজাইম ও লিপিড বিভিন্ন অঙ্গে বাহিত হয় কোনটির মাধ্যমে-
10 / 60
মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে কোন হরমোন?
11 / 60
1.0 M HCN এর বিয়োজন ধ্রুবক কত?
12 / 60
যদি কোন বৃত্তের ব্যাসার্ধ 5 সে.মি. হতে 5.1 সে.মি. বৃদ্ধি পায়, তবে বৃত্তে ক্ষেত্রফল কত বর্গ সে.মি. বৃদ্ধি পাবে?
13 / 60
ইন্দোনেশিয়া পৃথিবীর কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত?
14 / 60
সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়-
15 / 60
কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে ?
16 / 60
নিচের কোন প্রক্রিয়ায় গ্লিসারল থেকে গ্লুকোজ তৈরি হয় ?
17 / 60
জড়তার ভ্রামক কোনটির ওপর নির্ভর করে?
18 / 60
অক্ষরেখাকে x-অক্ষ এবং দ্বিকক্ষকে y-অক্ষ ধরে পরাবৃত্তের সমীকরণ হবে -[RU: 14-15]
19 / 60
নিচের কোনটি মায়ের দুধে পাওয়া যায় ?
20 / 60
5 m লম্বা ও 0.5 mm ব্যাস বিশিষ্ট একটি তারকে 98 N এর একটি বল দ্বারা টানা হলে তারর্টির বৃদ্ধি হবে-
21 / 60
ট্রানস্ক্রিপশন প্রক্রিয়ার জন্য কোনটি প্রয়োজন নেই ?
22 / 60
কাঁচের উপর লিখতে নিচের কোন এসিডটি ব্যবহৃত হয়
23 / 60
কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের চেয়ে-
24 / 60
পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম-
25 / 60
কোনটি অন্তরক পদার্থ-
26 / 60
27 / 60
এক হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট?
28 / 60
হাইড্রার প্রকৃত আবিষ্কারক-
29 / 60
টর্কের মাত্রা সমীকরণ কোনটি?
30 / 60
নদীর পানির চেয়ে সমুদ্রের পানির প্লবতা বেশি কেন?
31 / 60
মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে না-
32 / 60
প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন-
33 / 60
একক ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য কত?
34 / 60
পরিণত লোহিত রক্তকণিকায় কোনটি থাকে না-
35 / 60
কোষের কোন অঙ্গাণু প্রোটিন ফ্যাক্টরি বলা হয় ?
36 / 60
একটি বিদ্যুৎ সরবরাহ লাইন 80 A তড়িৎ প্রবাহ একই স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করছে । এই তড়িৎ প্রবাহের দরুন লাইনের 1.5 m নিচে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে?
37 / 60
একটি আবর্তনরত কণার স্বাধীনতার মাত্রা-
38 / 60
টেস্টিং সল্ট প্রস্তুতিতে ব্যবহৃত হয়-
39 / 60
ডেসিমাল (25)10 এর বাইনারি মান হলো-
40 / 60
একটি মৌলের আইসোটোপ সমূহের মধ্যে ভিন্ন থাকে---******
41 / 60
ডিপ্লয়েড জাইগোট সৃষ্টির প্রক্রিয়া কে কি বলে ?
42 / 60
রেড বায়োটেকনোলজি কাজ করে-
43 / 60
কোনটি অমূলদ সংখ্যা নয়?
44 / 60
শ্বাসনালী বা ট্রাকিয়া কতটি তরুণাস্থি দ্বারা নির্মিত ?
45 / 60
একজন মানুষের শরীরের সাধারণ তাপমাত্রা 98.40 F সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত?
46 / 60
ডায়মন্ডের গঠনে প্রতিটি কার্বন পরমাণুর সংকরিত অরবিটালের আকৃতি ?
47 / 60
ত্রিমাত্রিক কোণের একক কোনটি?
48 / 60
2+ i√3 মূলবিশিষ্ট সমীকরণটি হবে- [CU: 19-20; JKKNIU-B:17-18]
49 / 60
ত্বরণের ফলে বস্তুর গতিশক্তি ও ভরবেগের-
50 / 60
উওজেনেসিস প্রক্রিয়া একটি প্রাইমারি উওসাইট থেকে কয়টি ডিম্বাণু তৈরি হয়?
51 / 60
গতিশীল চার্জের উপর যে বল ক্রিয়া করে তাকে বলে-
52 / 60
অ্যালারি পেশীর সাথে সম্পৃক্ত অঙ্গ হল-
53 / 60
কোন বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তবে বস্তুর ঐ গতি কে বলা হয়-
54 / 60
( 3,-2) ও (6,4 ) বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
55 / 60
সংখ্যায় প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটি?
56 / 60
অনিয়ন্ত্রিত মাইটোসিস এর ফলে কোন রোগ সৃষ্টি হয় ?
57 / 60
-1+ 3i সংখ্যাজ্ঞাপক বিন্দুটি অবাস্তব অক্ষের কোন চতুর্ভাগে অবস্থিত?
58 / 60
কোনটি মিশ্র ভ্যাকসিন নামে পরিচিত?
59 / 60
মহাবিশ্বে বর্তমান তাপমাত্রা-
60 / 60
অগ্রগামী তরঙ্গের রাশিমালা-
Your score is
The average score is 18%
Restart quiz